হিলি সংবাদদাতা: জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। এর আগে বুধবার সকাল থেকে জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিলো।
AR/prabir