মাদারীপুর সংবাদদাতা: বর্ণাঢ্য শোভাযাত্রা, রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে মাদারীপুরের শিবচরে জন্মাষ্টমী উদযাপন করেছে সনাতন ধর্মালম্বীরা।
গতকাল বুধবার (৬ই সেপ্টেম্বর) বিকেলে জেলার শিবচর পৌরসভার সার্বজনীন শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ৭১ সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কৃষ্ণ সাজে শ্রতি ব্যানার্জী ও রাধা সাজে অদ্রিজা পাল নন্দিনী প্রথম স্থান অর্জন করে স্বর্নের লকেট জিতে নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে পৌরসভার মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি কমল কুন্ড,ু উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক জগবন্ধু কুন্ডুসহ আরও অনেকে।
Kaniz/prabir