ফরিদপুরে রাজেন্দ্র কলেজের হোস্টেলে দুর্বৃত্তদের হামলা, আহত ১৫

প্রকাশিত: ০৭-০৯-২০২৩ ১০:২২

আপডেট: ০৭-০৯-২০২৩ ১০:২২

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের হোস্টেলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এসময় কলেজের ১৫ জন শিক্ষার্থী আহত হয়। 

গতকাল (বুধবার) সন্ধ্যায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দীন হোস্টেলে এ ঘটনা ঘটে।   

ফরিদপুর কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব হোসেন জানান, বুধবার বিকেলে রাজেন্দ্র কলেজের বায়তুল আমান অনার্স-মাস্টার্স শাখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজটির কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত কিছু যুবকের কথা কাটাকাটি হয়। 

এর জের ধরেই সন্ধ্যায় ২৫-৩০ জন বহিরাগত যুবক লাঠিসোঁটা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে কলেজটির কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় কলেজটির অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

 

Nishat/prabir