পিরোজপুর সংবাদদাতা: ভরা মৌসুমেও পিরোজপুরের পাড়েরহাট বন্দরে ইলিশের আকাল দেখা দিয়েছে। যা মিলছে তার দামও প্রায় আকাশচুম্বী। ফলে জেলে ও ব্যবসায়ীদের আয় যেমন কম হচ্ছে, তেমনি বাড়তি দামের কারণে ইলিশ কিনতে পারছেন না ক্রেতারাও।
যে রুপালি ইলিশের ঝলকানিতে দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য বন্দর পিরোজপুরের পাড়েরহাট বন্দর গতবছরও সরগরম ছিল, এ বছর সেখানে অনেকটাই নীরবতা। মৎস্য শ্রমিকদের দিনের বেশিরভাগ সময় কাটছে অলসভাবে। কাঙ্খিত ইলিশের দেখা না মেলায় তাদের আয় কম হচ্ছে, সংসার চালাতেও কষ্ট হচ্ছে।
বাজারে গিয়ে হতাশ হচ্ছেন ক্রেতারাও। যেখানে বছরের এ সময় ইলিশ মাছে বাজার সয়লাব থাকার কথা, সেখানে এ বছর তেমন মাছ নেই। যাও বা পাওয়া যাচ্ছে তাও বিক্রি হচ্ছে চড়া দামে।
জেলেরা বলছেন, প্রতিবার সাগরে যেতে তাদের ব্যয় হয় ১ থেকে দেড় লাখ টাকা। অথচ যে পরিমাণ মাছ ধরা পড়ছে তা দিয়ে খরচও উঠছে না।
আবহাওয়ার বিরুপ প্রভাবে এমনটা ঘটতে পারে বলে মনে করছে জেলা মৎস্য বিভাগ।
rocky/prabir