আবারও তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬-০৯-২০২৩ ২১:১৯

আপডেট: ০৬-০৯-২০২৩ ২১:১৯

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও রাশিয়া স্বেচ্ছায় তেলের উৎপাদন আবারও কমানোর সিদ্ধান্ত গ্রহণের পর পণ্যটির দাম বেড়ে প্রায় দিগুণ হয়েছে। 

মঙ্গলবার তেলের দাম এক দশমিক ছয় ভাগ বেড়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ছয় ছয় ডলারে দাঁড়িয়েছে। গত নভেম্বরের পর এই প্রথম তেলের দাম ৯০ ডলার ছাড়িয়ে গেল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ। 

দেশ দু’টি আগামী ডিসেম্বর পর্যন্ত দৈনিক এক দশমিক তিন মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমাবে। 

সংস্থাটি আরও জানিয়েছে, দৈনিক এক মিলিয়ন ব্যারেল করে উৎপাদন কমাবে রিয়াদ। উৎপাদন হ্রাসের বিষয়টি প্রতিমাসে পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে তারা।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ ভাগ বেড়ে হয়েছে ৮৭ দশমিক চার ডলার।

 

aleya/Bodiar