আন্তর্জাতিক ডেস্ক: সরকারি কর্মকর্তাদের জন্য অ্যাপল আইফোন এবং বিদেশি ব্র্যান্ডের অন্যান্য ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে চীন।
আজ বুধবার (৬ই সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়র্টাস।
সংবাদমাধ্যম রয়র্টাস জানায়, কাজের সময় আইফোন ব্যবহার না করা এবং অফিসে কোন ধরনের ডিভাইস না আনার বিষয়ে গত কয়েকদিনে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কর্মীদের এসব আদেশ দিয়েছেন। এ সময় অন্য কোন ফোন ব্যবহার করা যাবে এমন আদেশও দেননি তারা। তবে এই নিষেধাজ্ঞার পরিসর ঠিক কতটা কাজে লাগবে তা এখন স্পষ্ট নয়।
রয়টার্স জানায়, চীন সরকারের এই নিষেধাজ্ঞাটি এমন এক সময়ে দেওয়া হয়েছে যখন কিছু দিনের মধ্যে আইফোনের একটি নতুন মডেল বাজারে আসার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চীনের এমন ধরনের নির্দেশনা বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
এদিকে, অ্যাপল এবং চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের সঙ্গে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, সারা বিশ্বের মধ্যে চীনে অ্যাপলের অন্যতম বড় বাজার এবং মার্কিন এই সংস্থাটির আয়ের প্রায় এক-পঞ্চমাংশ আসে এশীয় দেশটি থেকে।
sanjida/Bodiar