ফিফটি করে আউট সাকিব

প্রকাশিত: ০৬-০৯-২০২৩ ১৮:১৯

আপডেট: ০৭-০৯-২০২৩ ১১:২০

ক্রীড়া ডেস্ক: ফিফটির পরই থামলেন সাকিব, ভাঙল সাকিব মুশফিকর ১০০ রানের জুটি। পঞ্চম উইকেটে তাঁরা ১২০ বলে ১০০ রানের জুটি গড়েন। এই জুটিতেই ক্যারিয়ারের ২৩৮তম ওয়ানডেতে ৫৪তম ফিফটি হাঁকান সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে তিনি ৯টি সেঞ্চুরি করেছেন।   

সাকিব ৯.১ ওভারে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলেন। তাকে সঙ্গ দেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। 

মুশফিক টিকে আছেন এখনও; পঞ্চাশ পার করে ৬ হাঁকিয়ে ৮০ বলে ৫৯ রানে অপরাজিত এখনো।

ফাহিম আশরাফের বল স্কয়ার লেগে উড়িয়ে মারেন সাকিব আল হাসান। তবে সেটি বাউন্ডারি পার হওয়ার ঠিক আগেই তালুবন্দি করে নেন ফখর জামান। ভাঙে শতরানের জুটি। টাইগার অধিনায়ক ফেরেন ৫৭ বলে ৫৩ রান করে। তার ফেরার পর পঞ্চাশ পূর্ণ করেন মুশফিক; ৭১ বলে।  

 

afroza/Bodiar