কুষ্টিয়া সংবাদদাতা: আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ (বুধবার) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে প্রশ্ন ছুঁড়ে হানিফ বলেন, সরকার জনগণের জন্য কিছুই না করলে; পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় উন্নয়ন কাজ কাদের জন্য?
তিনি বলেন, একটি বা দুটি দল যদি জাতীয় নির্বাচনে না আসে তাহলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক না বলার সুযোগ নেই। কারণ নিবন্ধিত আরো অনেক দল নির্বাচনে আসবে।
আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন সেলিম আলতাফ জর্জ এমপিসহ আরও অনেকে।
Mustafiz/Bodiar