ঘোড়াঘাটে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

প্রকাশিত: ০৬-০৯-২০২৩ ০১:১৮

আপডেট: ০৬-০৯-২০২৩ ০১:১৮

হিলি সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে পাগলা কুকুরের কামড়ে ২১জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১১ জন নারী। গত দুইদিনে ঘোড়াঘাটে এমন ঘটনা ঘটে। 

আক্রান্তরা হলেন- জিল্লুর রহমান (৩৬), আব্দুল করিম (৪৫), রাজিয়া বেগম (৩০), লাবণ্য (৩), ইসমাইল হোসেন (৫০), শরিয়ত (৭), হাবিবুল্লাহ (৫), আরোবি আক্তার (৩), মাকছুদা বেগম (২৮), আনারুল ইসলাম (৩২), বানেসা বেগম (৪৫), ছোয়াইব ইসলাম (৩), মোজাফ্ফর রহমান (৫০), রাফিয়া আক্তার (৩), সুরুজ মিয়া (৩০), শ্যামলী কুন্ডু (৪৫), কাঞ্চন রানী (৩৫), পূর্ণিমা রানী সরকার (৫২), সালেহা বেগম (৭৫), বুলবুলি বেগম (৪২) এবং অনন্ত কুমার (১৯)। তারা সকলে ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কুকুর নিধনে ও  ভ্যাক্সিনেশন কার্যক্রমে প্রাণী সম্পদ দফতরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এমন ঘটনায় পুরো এলাকাজুড়ে  আতংক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমাদের গ্রাম এবং আশপাশে প্রতিদিন কুকুর কামড়ের ঘটনা ঘটছে। কুকুরের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। এসব কুকুর নিধনে প্রশাসনের কোন হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। 

ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন জানান,কুকুর কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা শুনেছি। গত প্রায় ৩-৪ বছর আগে পৌরসভার পক্ষ থেকে কুকুর নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা আবারো কুকুর নিধন অভিযানের জন্য আবেদন করেছি। ঢাকা থেকে বিশেষজ্ঞ লোক নিয়ে এসে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

Mustafiz/shimul