দেশে প্রথমবার শুরু হচ্ছে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'

প্রকাশিত: ০৫-০৯-২০২৩ ২২:৪৯

আপডেট: ০৫-০৯-২০২৩ ২২:৪৯

ক্রীড়া ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে কয়েক বছর ধরে চলছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। পেশাগত কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে বিনোদন জগতের তারকারা ব্যাট-বল হাতে নেমে পড়েন মাঠে। এবার বাংলাদেশে প্রথমবারের মতো সেই একই প্রতিযোগিতার আয়োজন করেছে জেনারেশন নেক্সট নামের একটি প্রতিষ্ঠান।

আগামী ২৮শে সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে বসতে যাচ্ছে বাংলাদেশের শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট লিগের এই আসর ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)’। যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজনটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হাসান অপি, নেক্সট জেনারেশনের চেয়ারম্যান উত্তম বণিক, ডিরেক্টর অ্যাণ্ড সিইও মামুদুর রহমান, সেলিব্রিটি ক্রিকেট লিগ বাংলাদেশের কো-চেয়ারম্যান ওয়াসিম খান, লিগে অংশগ্রহণকারী দলগুলোর দলনেতা ও শোবিজ অঙ্গনের তারকারা।

৮ দল নিয়ে সাজানো এই টুর্নামেন্ট দুই গ্রুপে লড়বে। গ্রুপ পর্বের খেলা শেষে চারটি দল সেমিফাইনাল ও তাদের মধ্য থেকে বিজয়ী দুই খেলবে ফাইনালে। ৮ দলের নেতৃত্বে রয়েছেন নির্মাতা শিহাব শাহীন, গিয়াসউদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, রায়হান রাফী, সকাল আহমেদ ও চয়নিকা চৌধুরী। অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, মডেলসহ মোট ১৬ জন শোবিজ তারকা খেলবেন প্রতি দলে।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। এটি আমাদের জন্য আনন্দের। আশা করছি, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে। ক্রিকেট টিমকে উজ্জীবিত করতে আমাদের এই প্রয়াস। ক্রিকেটারদের মানসিক সাপোর্ট দেয়া খুবই জরুরি। সেই বোধের জায়গা থেকেই আমরা একত্র হয়েছি। এখানে জয়-পরাজয় কোনো ব্যাপার নয়, অংশগ্রহণই বড় ব্যাপার। আশা করছি, শিল্পীদের তরফ থেকে সুন্দর একটি ক্রিকেট খেলা উপহার দিতে পারব দর্শকদের।’

নেক্সট জেনারেশন প্রাইভেট লিমিটেডের পাশাপাশি বাংলাদেশ সেলিব্রিটি ক্রিকেট লিগের সহযোগী আয়োজক সংস্থা উইংস কমিউনিকেশন। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস চ্যানেল।

afroza/shimul