আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসেই রাশিয়া সফরে যাবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জানা গেছে অস্ত্র সরবরাহর বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন তিনি।
স্থানীয় সময় সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে, দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করতে মস্কোয় অস্ত্র সরবরাহ করবে উত্তর কোরিয়া। আর এ নিয়েআলোচনা করবেন এই দুই নেতা।
জানা গেছে, পিয়ংইয়ং থেকে অস্ত্রে সজ্জিত ট্রেনে রুশ শহর ভাদিভোস্টতে যেতে পারেন কিম। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করে নি মস্কো এবং পিয়ংইয়ং। যদিও রাশিয়াকে অস্ত্র সরবরাহের মতো যেকোনও পরিকল্পনার বিরুদ্ধে পিয়ংইয়ংকে আগেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় অন্ত্র বিক্রি করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে বলেও বার্তা দেয়া হয়েছে।
hasna/shimul