সূর্যের পথে দ্বিতীয় ধাপ অতিক্রম আদিত্য এল ওয়ানের

প্রকাশিত: ০৫-০৯-২০২৩ ২২:৩২

আপডেট: ০৫-০৯-২০২৩ ২২:৩২

আন্তর্জাতিক ডেস্ক: সফলভাবে পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে ভারতের সৌরযান আদিত্য এল ওয়ান। প্রথম কক্ষপথে ২৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্তমানে নতুন ২২ হাজার ৪৫৯ কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে আদিত্য। 

আগামী ১০ই সেপ্টেম্বর সৌরযানটি তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা-ইসরো। এভাবেই ধীরে ধীরে একের পর এক কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে সৌরযানটি। 

ইসরোর বেঙ্গালুরু ও পোর্ট ব্লেয়ার গ্রাউন্ড স্টেশন থেকে জানানো হয়েছে, ১ হাজার ৪৮০ কেজি ওজনের এই সৌরযানটি তিন-চারটি কক্ষপথ ঘোরার পর পৃথিবীর আকর্ষণ-বিকর্ষণের বাইরে চলে যাবে। তারপর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করার পাশাপাশি তথ্য পাঠাবে।

 

shamima/shimul