জীবন নিয়ে শঙ্কায় হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশিত: ০৫-০৯-২০২৩ ২২:০৭

আপডেট: ০৫-০৯-২০২৩ ২২:০৭

হবিগঞ্জ সংবাদদাতা : জীবন নিয়ে শঙ্কিত হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মুশফিক হোসেন চৌধুরী। আজ (মঙ্গলবার) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা প্রকাশ করেন। 

মুশফিক বলেন, সম্প্রতি একদল দুর্বৃত্ত তার বাসায় গভীর রাতে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর আগেও দুর্বৃত্তরা হামলা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিক হোসেন চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতে একটি চক্র সক্রিয়। তারাই তার জীবনের জন্য হুমকি হয়ে উঠেছে। বাসায় হামলার চেষ্টার ঘটনায় ইতিমধ্যে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। ৭ দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

  

 

Priyonty/joy