বিনোদন ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা। সোমবার রাতে আফজাল হোসেনকে হাসপাতালে নেওয়া হয়।
আফজাল হোসেনের ঘনিষ্ঠ সূত্র জানায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। রোববার স্কয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। পরেরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার রাতে তার হার্ট অ্যাটাক হয়। এরপর সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন জনপ্রিয় এই অভিনেতা।
জানা গেছে, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭শে আগস্ট অস্ট্রেলিয়ায় ওয়েব ফিল্মের শ্যুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম।
টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয় জীবনের শুরু মঞ্চে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন আফজাল হোসেন। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ তার। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’ ও ‘ঢাকা অ্যাটাক’ এমন অনেক উল্লেখযোগ্য ছবি নির্মাণ করেছেন আফজাল হোসেন।
Mustafiz/habib