ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট : দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

প্রকাশিত: ০৫-০৯-২০২৩ ২১:৩৮

আপডেট: ০৫-০৯-২০২৩ ২১:৩৮

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে একমাত্র চমক গেরাল্ড কোয়েটজি। আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করে।

দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। দলে রয়েছেন গত বিশ্বকাপে অংশ নেয়া সাতজন। দলে ৬ পেসারের সাথে রয়েছেন কেবল একজন স্পিনার। 

আইসিসির নিয়ম অনুযায়ী  আজই ছিল বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। যদিও ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে।

এদিকে, দলে জায়গা চূড়ান্ত হওয়ার পর কুইন্টন ডি কক জানিয়েছেন এটিই তার শেষ ওয়ানডে বিশ^কাপ। আসর শেষেই অবসর নেবেন ওয়ানডে থেকে।

আগামী ৭ই অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে দক্ষিণ আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নোকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

 

rocky/joy