রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর পাংশায় পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কুদ্দুস মন্ডল নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার দুপুরে, হাবাসপুর খেয়াঘাট থেকে ৩ কিলোমিটার দূরে চরআফড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সকালে হাবাসপুর খেয়াঘাট থেকে কুদ্দুস মন্ডলসহ মোট পাঁচজন কৃষক নৌকা নিয়ে পদ্মার চরে কাজে যাচ্ছিলেন। মাঝ নদীতে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। সে সময় চারজন সাঁতরিয়ে পাড়ে যেতে পারলেও কুদ্দুস মন্ডল ডুবে যায়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কৃষককে উদ্ধারে অভিযান চালায়।
পরে আজ মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
Kaniz/Bodiar