লাবণী গুহ: কারো হয়েছে জ্বর, কারো হচ্ছে সিজার, আবার কেউবা এসেছে মারামারি করে পা ভেঙ্গে। এছাড়াও আরো নানান অসুবিধা নিয়ে সন্তানতুল্য পোষাপ্রাণীকে হাসপাতালে নিয়ে এসেছেন তাদের অভিভাবকরা। রাজধানীর অদূরে পূর্বাচলে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। নামমাত্র টাকায় একবার রেজিস্ট্রেশন করলে পুরো মাস পোষাপ্রাণীদের উন্নত চিকিৎসা নেয়া যায় এখানে।
অপারেশন থিয়েটার। গভীর মনোযাগে সিজার করছেন চিকিৎসকরা। প্রয়োজনীয় নোটও নিয়ে রাখছেন। এমন দৃশ্য খুব পরিচিত নয়। দেড় বছরের পোষাপ্রাণী সোনুই তৃতীয়বার মা হচ্ছে। তবে, যারা প্রাণী ভালোবাসেন আর পরম মমতায় নিজের ঘরে লালন-পালন করেন তারা জানেন- এ এক অদ্ভুত মায়া। এ যাত্রায় তিনটি সন্তানের মা হয়েছে এই পোষা বিড়ালটি।
রাজধানীর অদূরে পূর্বাচলে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তৈরি হয়েছে টিচিং এন্ড ট্রেনিং পেট হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার।মানুষের মতোই এই হাসপাতালে আছে, এক্সরে পরীক্ষার ব্যবস্থা। আছে আলট্রাসনোগ্রাফি ও রক্ত পরীক্ষার ব্যবস্থা।
মারামারি করে পা ভেঙ্গে যাওয়া, সাধারণ অসুখ, ভ্যাকসিন দেয়াসহ নানান চিকিৎসা নিতে দূর-দুরান্ত থেকে প্রিয় প্রাণীটিকে নিয়ে হাসপাতালে এসেছেন অনেকেই।
এমন প্রাণী ঘরে রেখে লালন-পালন করলে বাড়তি খরচ, সময় ও শারীরিক শ্রম দিতে হয়। তবুও প্রাণীর প্রেমের কাছে হার মানে সবকিছু।
চিকিৎসক জানান, মানুষের মতোই নিবিড় সেবা দিতে হয় প্রাণীদের। আর এই ক্ষেত্রে চাকরির সম্ভাবনাও অনেক।
হাসপাতালটির পরিচালক জানান, পোষাপ্রাণীর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অথচ, প্রাণীর উন্নত সেবা দেয়ার ব্যবস্থা কম। এই বিষয়ে চিকিৎসা ও গবেষণার জন্যই এই প্রতিষ্ঠান করা হয়েছে।
২০১৮ সালে উদ্বোধনের পর এই হাসপাতালে ২২ হাজারের বেশি পোষাপ্রাণীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৫০টি প্রাণীর নানান ধরণের চিকিৎসা দেয়া হয়। ২০০ টাকায় একবার রেজিস্ট্রেশন করে একমাস সেবা নেয়া যায়।
LGR/Bodiar