আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন। বৈঠকে মিয়ানমারের সংঘাত ও আঞ্চলিক বাণিজ্য বিষয়ে আলোচনা করবেন এসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনসভুক্ত ১০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমার ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবারের বৈঠকে।
এরপর আগামী দুইদিন মুক্ত বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে পশ্চিমা প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন নেতারা। এর আগে সোমবার মিয়ানমারের চলমান সংকট ও শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেছেন আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
এসময় নেতারা মিয়ানমারের চলমান সংকট সমাধানে ৫ দফা শান্তি চুক্তির বিষয়ে একমত হয়েছেন। এ বৈঠকে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থান করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
shamima/shimul