ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে আফগানরা। সুপার ফোরে খেলতে হলে জয়ের সাথে রান রেটে এগিয়ে থাকতে হবে আফগানিস্তান দলের খেলোয়াড়দের। সমীকরণ কঠিন হলেও নিজেদের সেরা খেলাটা খেলেই সুপার ফোরে জায়গা করে নিতে চায় আফগানিস্তান, এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ জনাথন ট্রট।
অন্যদিক, বাংলাদেশের বিপক্ষে প্রথম খেলায় বড় ব্যবধানে জয়ে পয়েন্ট টেবিলে অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে লঙ্কানরা। এই ম্যাচ জিতলেই গ্রুপ সেরা হলে সুপার ফোরে ওঠার সুযোগ রয়েছে দানুস শানকার দলের। তাই সেই সুযোগ হাত ছাড়া করতে চায়না বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে বড় ব্যবধানে হারলে কপাল পুড়তে পারে তাদেরও। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলা শুরু হবে।
Saju/shimul