শর্ত মানলে শস্যচুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত মস্কো

প্রকাশিত: ০৫-০৯-২০২৩ ১০:৪১

আপডেট: ০৫-০৯-২০২৩ ১০:৪১

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমারা রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিতে জাতিসংঘের সাথে একটি পৃথক সমঝোতায় রাজি হলেই মস্কো শস্য চুক্তিতে ফিরে আসবে। স্থানীয় সময় সোমবার (চৌঠা সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে বৈঠককালে এমনটাই জানান রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। 

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এসময় কৃষ্ণসাগরীয় শহর সোচিতে দুই নেতার বৈঠকে পুতিন অভিযোগ করে বলেন, রাশিয়ার খাদ্যপণ্য ও সার রফতানির বাধাগুলো তুলে নেয়ার অঙ্গীকার পূরণ হয়নি। পরিবহন ও বিমার ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে ব্যাহত হচ্ছে কৃষিপণ্যের বাণিজ্য। শর্ত পূরণ হলে কয়েকদিনের মধ্যেই চুক্তিতে ফিরবে মস্কো। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, শস্য করিডোর বিষয়ে জানতে বিশ্ব অপেক্ষা করছে। আমাদের আজকের বৈঠকের ফল কী হবে, তা জানতে সবাই উন্মুখ। এতে আফ্রিকার দেশসহ পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করছেন  তিনি। 

আলোচনার শুরুতে পুতিন বলেন, রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক খুব ভালো। দুই নেতার মধ্যে ইউক্রেন ও কৃষ্ণসাগরের শস্যচুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

 

hasna/shimul