রাজবাড়ীর ৪২ ইউনিয়নে আবহাওয়ার তথ্য বোর্ড অকেজো

প্রকাশিত: ০৫-০৯-২০২৩ ০৮:২৮

আপডেট: ০৫-০৯-২০২৩ ১১:২৫

রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর ৪২টি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কৃষকদের কৃষি আবহাওয়া বিষয়ক নির্ভরযোগ্য তথ্য ও পূর্বাভাস জানাতে স্থাপন করা আবহাওয়া তথ্য বোর্ড অকেজো পড়ে আছে। পাঁচ বছর আগে এসব বোর্ড স্থাপন করা হলেও কখনোই সচল করা হয়নি। অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে যন্ত্রপাতিগুলো।

রাজবাড়ী জেলার ইউনিয়ন পরিষদগুলোতে চোখে পড়বে এমন আবহাওয়া তথ্য বোর্ডের। ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি’ প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থবছরে এসব যন্ত্রপাতি স্থাপন করা হয়। যেখানে বৃষ্টিপাত, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি তথ্য জানানোর কথা ছিলো। যেসব তথ্য কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের জন্য সহায়ক। কিন্তু ৫ বছর আগে বসানো এসব যন্ত্র কখনোই সচল করা হয়নি।

এরইমধ্যে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা গেছে, ধুলাবালি আর মাকড়সা বাসা বেঁধেছে তথ্য বোর্ডে। পরিষদের ছাদে স্থাপন করা স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র ভেঙে রয়েছে। কোথাও আবার সোলার প্যানেল চালু নেই। অবহেলায় পড়ে থেকে যন্ত্রগুলো শুধু নষ্টই হয়েছে, কৃষকদের কোন কাজে আসেনি।

তবে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদের দাবি, আবহাওয়া বোর্ডে নিয়মিত তথ্য প্রদান করা হয়। কয়েক জায়গায় যন্ত্রপাতি ভেঙ্গে গেলেও সেগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানান তিনি।

কৃষিকাজের সুবিধার্থে সরকারি ব্যয়ে নির্মিত এসব আবহাওয়া তথ্য বোর্ড দ্রুত মেরামত ও সচল করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

 

Laiza/Bodiar