শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

প্রকাশিত: ০৪-০৯-২০২৩ ২২:৩৩

আপডেট: ০৪-০৯-২০২৩ ২২:৩৩

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে শিক্ষার্থীদেরকে যুদ্ধের বীরত্বগাথা শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। 

সোমবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধ চলাকালীন নানান ঘটনাবলী তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধারা।  এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. মুখলেসুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক (উপসচিব) রুবাইত শামীম চৌধুরী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপসচিব ড. নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ অন্যরা। 

এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Priyonty/shimul