বৃত্তি নিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা

প্রকাশিত: ০৪-০৯-২০২৩ ২০:১৫

আপডেট: ০৪-০৯-২০২৩ ২০:১৫

অনলাইন ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে রাশিয়া সরকার। আগ্রহী শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে রাশিয়ান হাউস ইন ঢাকা (সংস্কৃতি বিভাগ, রাশিয়ান দূতাবাস) শিক্ষা বিভাগে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত আবেদনের নিয়ম সম্পর্কে জানা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসিট / ট্রান্সক্রিপ্ট-এর মূল ও ফটোকপি অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রানালয় কতৃক সত্যায়িত থাকতে হবে। এ ছাড়া পাসপোর্টের মেয়াদ অবশ্যই ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি থাকতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন হলে অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, পাসপোর্টের ফটোকপি, চিকিৎসা সনদপত্র (হেপাটাইটিস এ বি সি, যক্ষ্মা ও এইচআইভি অনুপস্থিতি রিপোর্ট), ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে প্রার্থীর সম্মতিপত্র ও ১ টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অফিস চলাকালীন (রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত) রাশিয়ান হাউজ ইন ঢাকার শিক্ষা বিভাগে জমা দিতে হবে।

সম্প্রতি ঘোষিত এ বৃত্তির বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ‘রাশিয়ায় উচ্চশিক্ষা’ বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেমিনারটি ওইদিন বিকাল ৪টায়- রাশিয়ান হাউজ ইন ঢাকার ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদনের লিংক- https://education-in-russia.com, সময়সীমা পহেলা সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত।

MHS/shimul