নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র সব ধরনের কার্যক্রমে ফি জমা দেয়ার জন্য অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার এই কার্যক্রমের উদ্বোধন করে সড়ক পরিবহন সচিব আমিন উল্লাহ নুরী।
এসময় তিনি বলেন, এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়বে। ভবিষ্যতে বিআরটিএ’র সব কার্যক্রম ডিজিটাল করে সেবা প্রত্যাশীদের হয়রানি কমানো হচ্ছে বলেও জানান তিনি।
এসময় বিআরটিএর চেয়ারম্যান জানান, এই চালানের মাধ্যমে সরাসরি সরকারের কোষাগারে টাকা জমা দেয়া যাবে।
Azmi/shimul