নাটোর সংবাদদাতা: নাটোরের লালপুরে যুবলীগনেতা ওসমান গনিকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে নাটোর লালপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ মহসিন আলম (২৮), মোহাম্মদ আব্দুল লতিফ প্রামানিক (৫৫), মোহাম্মদ মোখলেসুর রহমান, মোহাম্মদ নাদিম(৩৪), মোহাম্মদ জাকিরুল ইসলাম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উজ্জল হোসেন জানান, রোববার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানে যান ওসমান গনি। ওই সময় সেখানে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে দেন।
ওসি আরো জানান, ওই সময় ওসমান গনিকে বাঁচাতে কাউকে কাছে যেতে দেননি হামলাকারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত ওসমান গনির ভাই কুতুব উদ্দিন রোববার রাতে ২৫ জনকে আসামি করে মামলা করেন।
Nishat/shimul