আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের মিয়াওয়াদিতে একটি সরকারি অফিস এলাকায় বোমা হামলার ঘটনা পাঁচজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ১১ জন। সোমবার ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। স্থানীয় সময় রোববার বিকালে এই হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, যে এলাকায় হামলাটি হয়েছে সেখানে জেলা পুলিশ অফিস ও জেনারেল প্রশাসনের দপ্তর অবস্থিত। নিহতদের মধ্যে সামরিক এক কর্মকর্তা, দুই পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন। ১১ জুনিয়র ও সিনিয়র পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। ঘটনার পর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মিয়ানমারের জান্তা ঘটনার জন্য পিপলস ডিফেন্স ফোর্সেস ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিকে এই ঘটনার জন্য দায়ী করেছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশ অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ার পর থেকে এই শহরে সামরিক বাহিনী ও জান্তা-বিরোধী যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
KNR/shimul