ডেঙ্গু ঢাকায় কমলেও বাইরে কমছে না- স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪-০৯-২০২৩ ১৭:২০

আপডেট: ০৪-০৯-২০২৩ ১৭:২০

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকায় ডেঙ্গু রোগী কমে আসলেও ঢাকার বাইরে কমেনি। মশা না কমলে ডেঙ্গু কমবে না, মৃত্যুও কমবে না। তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছ থেকে ডেঙ্গু পরীক্ষার কিট উপহার অনুষ্ঠান শেষে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক আরও বলেন, সারাদেশেই এখন ডেঙ্গু রোগী ছড়িয়েছে। এদের মধ্যে বেশীরভাগই ঢাকার রোগীর মাধ্যমে ছড়িয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৩৪ জন। এটা খুবই দুঃখজনক।

ঢাকায় ডেঙ্গু রোগী কমে এসেছে বলে দাবি করে তিনি বলেন, মশা না কমলে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কমবে না। এডিস মশার ওষুধ শুধু ঢাকায় ছড়ালেই হবে না, সারাদেশে ছড়াতে হবে। মশা কমানোর জন্য বাড়িঘর পরিষ্কার রাখার ওপর জোর দিতে হবে। সরকারের সাথে সাথে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু পরীক্ষার কিট ও সরঞ্জমাদিও কোনো সংকট নেই। চীন করোনার টিকা সরবরাহ করেছিল। এখন ডেঙ্গু পরীক্ষার কিট দিচ্ছে। ডেঙ্গুর জন্য স্যালাইনেরও কোনো সমস্যা নেই।

এসময় জ্বরে আক্রান্ত রোগীদের বাসায় বসিয়ে চিকিৎসা না দিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

 

rocky/shimul