ট্রলারে বিস্ফোরণ: দগ্ধ আরও ১ জেলের মৃত্যু

প্রকাশিত: ০৪-০৯-২০২৩ ১৬:৪২

আপডেট: ০৪-০৯-২০২৩ ১৬:৪২

চট্টগ্রাম প্রতিবেদক: কক্সবাজারে বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমান গনি (৬০) নামে আরো এক জেলের মৃত্যু হয়েছে।

আজ (সোমবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  নিহত ওসমান গণি কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা। এ নিয়ে ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। 

এর আগে গত শনিবার সকালে আয়ুব আলী (৫৮) নামে এক জেলে ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

গত শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাট জেটিতে নোঙগর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন আরো ৮ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

 

Mustafiz/shimul