রাতে পাকিস্তানে যাচ্ছেন লিটন

প্রকাশিত: ০৪-০৯-২০২৩ ১২:৫০

আপডেট: ০৪-০৯-২০২৩ ১২:৫০

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরে ম্যাচগুলোতে যোগ দিতে আজ রাতে পাকিস্তান যাচ্ছে লিটন দাস। 

সোমবার (৪ই সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। এর আগে এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন দাস অসুস্থ হয়ে পড়ায় খেলতে পারেননি আগের ম্যাচে। তাঁর বদলে এনামুল হক বিজয়কে নেওয়া হয়েছিল। তবে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করায় সুস্থ হয়ে এশিয়া কাপে অংশ নিচ্ছে এই ওপেনার।

সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ই সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ কারণেই দলের সঙ্গে যোগ দিতে আজ পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন লিটন। 

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টায় ঢাকা ছাড়বেন লিটন দাস।

 

sanjida/Bodiar