শুকিয়ে যাচ্ছে বৃহত্তম হ্রদ ‘টিটিকাকা’

প্রকাশিত: ০৪-০৯-২০২৩ ১২:১২

আপডেট: ০৪-০৯-২০২৩ ১২:১২

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার বৃহত্তম নীল জলের হ্রদ টিটিকাকা। শুধু হ্রদ নয় একে ‘অভ্যন্তরীণ সমুদ্র’ও বলা হয়। হ্রদটি পেরু ও বলিভিয়া সীমান্ত জুড়ে ৩ হাজার ২০০ বর্গমাইলের বেশি এলাকায় বিস্তৃত। এর উচ্চতা প্রায় ১২ হাজার ৫০০ ফুট। সম্প্রতি তাপপ্রবাহ ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে দৃষ্টিনন্দন এই হ্রদটি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে এসব তথ্য উঠে এসেছে। 

জলবায়ু বিজ্ঞানীরা জানায়, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের শুষ্ক অঞ্চলগুলো আরো শুষ্ক হয়ে উঠবে এবং আর্দ্র অঞ্চলগুলো আর্দ্র হয়ে উঠবে। তবে গবেষণায় আর্দ্র অঞ্চলেও পানি উল্লেখযোগ্য ভাবে কমে যেতে দেখা গেছে।

এদিকে, সংবাদমাধ্যম জানায়, এ অঞ্চলে ৩০ লাখ মানুষের বসবাস। দৃষ্টিনন্দন এই হ্রদে পর্যটকদের নৌকায় ঘুরিয়ে জীবিকা নির্বাহ করেন স্থানীয়রা। কিন্তু বর্তমানে পানি শুকিয়ে যাওয়াতে হুমকির মুখে পড়ছে এ অঞ্চলের বাসিন্দারা। 

sanjida/Bodiar