ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল।
নিহতরা হলো- রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বেলতলী পদমপুর এলাকার সাজিদুর রাজ্জাক সাজু (১০) এবং রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও কাঁলুগা এলাকার মো. রাজু (২০)।
ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, রবিবার দুপুরে সাজিদুর রাজ্জাক সাজু ও তার চাচাতো ভাই বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় সাজু। এ সময় সাথে থাকা চাচাতো ভাইয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদীতে খোঁজাখুঁজির পর সাজু'র মরদেহ উদ্ধার করে।
অপরদিকে চার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রাজু। গোসল করার সময় একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা খোঁজাখুঁজি করে রাজুকে উদ্ধার করেন। পরে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
Prottay/sat