ক্রীড়া ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পাকিস্তান নারী দলকে ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম সেটে সোমা ৩-২ গেমে জয়লাভ করেন। দ্বিতীয় সেটে সাদিয়া রহমান মৌ ৩-১ গেমে জয় পান। তৃতীয় সেটে খই খই সাই মারমা ৩-১ গেমে পাকিস্তানকে হারিয়ে দেন।
অন্যদিকে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ছেলেদের দলগত বিভাগে কাজাখস্তানের কাছে ৩-০ সেটে হারলেও নেপালের বিপক্ষে ৩-১ সেটের জয় পায় হৃদয়- াফিসরা।
Saju/joy