বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র

প্রকাশিত: ০৩-০৯-২০২৩ ২১:২৫

আপডেট: ০৩-০৯-২০২৩ ২১:২৫

নিজস্ব প্রতিবেদক: ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। রোববার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই ম্যাচের মধ্যে প্রথম খেলাটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচের প্রথম বড় সুযোগটা বাংলাদেশের সামনে। ২২তম মিনিটে শেখ মোরসালিনের বাড়ানো বল প্রতিপক্ষ বক্সে অনেকটা ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারেনি রাকিব হোসেন।  

২৬তম মিনিটে আফগানরাও সুযোগ পেয়েছিল। বক্সে রক্ষণের জটলা থেকেই নোমা ওয়ালিজাদার শট তারিক কাজির পায়ে লেগে ফিরে আসে। এরপর বক্সের পাশে একাধিক ফ্রি কিক পেয়েছে বাংলাদেশ। কাজে লাগাতে পারেনি একটিও। তাই গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ করে দুই দল।  

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ৫৬তম মিনিটে রাকিব বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন, ট্যাকলের শিকার হওয়ার আগে পাস বাড়িয়ে দেন মোরসালিনকে। গোলরক্ষককে একা পেয়েও বলটা মোরসালিন মারেন অনেক বাইরে দিয়ে। ১০ মিনিট পর লক্ষ্যভ্রষ্ট হয় রাকিবের শট।  

এরপর ছোটোখাটো অনেক সুযোগই এসেছে বাংলাদেশের পক্ষে। সেসবও কাজে লাগানো সম্ভব হয়নি। তাই গোলশূন্য ড্র হয় ম্যাচের নিয়তি।

বাংলাদেশ কোচ কাবরেরা ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ইতিবাচক খেলেছে দল। সামনের ম্যাচে আমাদের আরও ভালো খেলতে হবে। উন্নতি করতে হবে।

আফগানদের কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি গোল না পেয়ে হতাশ। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি গর্বিত।

 

rocky/joy