ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের সামনে জয়ের জন্য ৩৩৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ তোলে ৩৩৪ রান।
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এদিন দলে আনা হয় তিন পরিবর্তন। মেহেদি মিরাজকে নামানো হয় ওপেনিংয়ে। তার সাথে জুটি গড়েন নাইম শেখ। দুজন প্রথম জুটিতে তোলেন ৬০ রান। ৩২ বলে ২৮ করে নাইম ফিরলে ভাঙে জুটি।
এরপর কোনো রান না করেই আউট হন তৌহিদ হৃদয়। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এরপর টেনে তোলেন মিরাজ এবং শান্ত। এই দুজন মিলে এগিয়ে নিতে থাকেন বাংলাদেশকে। তৃতীয় উইকেট জুটিতে তারা দু’জন অবিচ্ছিন্ন থাকেন। এর মাঝেই মিরাজ সেঞ্চুরি পূর্ণ করেন। একদিনের ক্রিকেটে মিরাজের দ্বিতীয় সেঞ্চুরি এটি। তবে ১১৯ বলে ১১২ রান করার পর ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি।
মিরাজ উঠে যাওয়ার পরপরই নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন শান্ত। তবে এরপর আর বেশিদূর এগুতে পারেননি। রানআউটের শিকার হয়ে ১০৫ বলে ১০৪ রান করে মাঠ ছাড়েন। বাংলাদেশের রান তখন ২৭৮।
এরপর মুশফিক ১৫ বলে ২৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। আর শেষদিকে সাকিব আল হাসানের ১৮ বলে ৩২ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানে থামে বাংলাদেশ। আফগানিস্তানের দুই বোলার নেন একটি করে উইকেট।
এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের কাছে।
rocky/joy