নোয়াখালীতে অটোরিকশা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩-০৯-২০২৩ ১৫:৫১

আপডেট: ০৩-০৯-২০২৩ ১৫:৫১

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (তেসরা সেপ্টেম্বর) সকালে সুধারাম মডেল থানার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজি চালক মোহাম্মদ রাসেল তিনজন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিতে উঠার সময় একজন যাত্রীর হাতে একটি কার্টন ছিল বলে জানায় সিএনজি চালক। পরবর্তীতে যাত্রীরা নেমে যাওয়ার কিছুক্ষণ পর সিএনজি চালক গাড়ির পিছনের অংশের সিটের উপর কার্টনটি দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় নিয়ে যায়। পুলিশ সদস্যরা কার্টন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়। 

 

Kaniz/joy