ক্রীড়া ডেস্ক: এবার গুজব নয়, সত্যিই না ফেরার দেশে চলে গেলেন জিম্বাবুয়ে দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। চলতি বছরের মে মাসে ক্যান্সারে আক্রান্ত হন তিনি।
রোববার তার স্ত্রী নাদিনে স্ট্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে হিথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সবাইকে। জিম্বাবুয়ের হয়ে প্রথম ১’শ উইকেট নেয়া বোলার ছিলেন হিথ স্ট্রিক। জিম্বাবুয়ের পক্ষে ৬৫টি টেস্ট ও ১৮৯টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন হিথ স্ট্রিক।
SMS/shimul