১০ মিনিটে কাওলা থেকে ফার্মগেট, উচ্ছ্বসিত যাত্রীরা

প্রকাশিত: ০৩-০৯-২০২৩ ১১:২৩

আপডেট: ০৩-০৯-২০২৩ ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাত্র ১০ মিনিটে সাড়ে এগারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে উচ্ছ্বসিত যাত্রী ও চালকরা। এ পথে চলার মধ্যে দিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হলো। আর তাই স্বল্প সময়ে এতোটা পথ পাড়ি দিয়ে আনন্দে ও উচ্ছ্বসিত তারা।

আজ রোববার (০৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (উড়াল সড়ক) সর্বসাধারণের জন্য দ্বার খুলে দেয়া হয়। উড়াল সড়কের গেট খোলার পর শুরু হয় বাধাহীন পথচলা। আগে থেকেই এ পথে যেতে বিজয়সরণী থেকে ওঠার মুখে অপেক্ষা করছিলো বেশ কয়েকটি গাড়ি।

অপেক্ষায় থাকা গাড়ির চালকরা জানান, ভালো লাগছে, প্রথম এ পথে যানজট ছাড়া গাড়ি চলতে পারবো এটা ভেবেই ভালো লাগছে।

মতিঝিলে আসা এক নারী বাস যাত্রী গণমাধ্যমকে জানান, প্রতিদিন অফিসে বিমানবন্দর এলাকাতে আসতে দুই ঘণ্টা বেশি সময় নিয়ে বাসা থেকে বের হতে হতো, এখন আর সেই সময় লাগবে না। এটা ভেবেই ভালো লাগছে।  অফিসে কাজের গতিও বেড়ে যাবে।

এক শিশু শিক্ষার্থী জানায়, খুব কম সময়ে স্কুলে যেতে পারবো তাই ভালো লাগছে।

গাড়ির চালকরা আরও জানান, এমনও সময় গেছে দুই থেকে আড়াই বা ৩ ঘণ্টাও সময় লেগেছে এই পথে। এখন ১০ থেকে ১১ মিনিটে চলে যেতে পারছি।

গতকাল শনিবার বিকেলে কাওলা প্রান্তে টোল দেয়ার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গাড়িবহর নিয়ে পাড়ি দেন ফার্মগেট প্রান্ত। 

sanjida/shimul