নেত্রকোনা সংবাদদাতা: যে কচি হাতে বই, খাতা-কলম; সেই হাতেই শিক্ষার্থীরা রোপণ করছে ধানের চারা। শুধু তাই নয়, শিখছে রান্না-বান্নাসহ সব কাজও। মাধ্যমিক স্কুলের নতুন পাঠ্যসূচি অনুযায়ী নেত্রকোণার খিলা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে হাতে-কলমে শিক্ষা। শিক্ষার্থীরা বলছে, এই শিক্ষা তাদের জীবনে কাজে আসবে।
মাঠে প্রখর রোদ, উপেক্ষা করেই সারিবদ্ধ হয়ে কাদামাটিতে ধানের চারা রোপণে ব্যস্ত শতাধিক শিক্ষার্থী। এরা কেউই পেশাদার কৃষক নয়। নেত্রকোণার আটপাড়া উপজেলার খিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এসেছে হাতে কলমে কৃষিকাজ শিখতে। কীভাবে চারা রোপণ করতে হয় সেই নির্দেশনা দিচ্ছেন একজন শিক্ষক।
মাধ্যমিকের ৬ষ্ঠ ও সপ্তম শ্রেনীর নতুন পাঠ্যসূচী অনুযায়ী হাতে কলমে এই শিক্ষার ব্যবস্থা বলে জানান বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শাকিল আহমেদ।
শিক্ষার্থীরা বলছেন, এই শিক্ষা তাদের বাস্তব জীবনে কাজে আসবে, খুশি অভিভাবকরাও।
নতুন পাঠ্যক্রম স্কুলের শিক্ষার সাথে বাস্তবের সম্মিলন ঘটাবে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়রুল আলম।
দেশের প্রতিটি স্কুলে হাতে কলমে শিক্ষার ব্যবস্থ্যা করতে হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর।
এই পদ্ধতি শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
FR/shimul