মেহেরপুরে টিউবওয়েল-পাম্পে পানি উঠছে না

প্রকাশিত: ০৩-০৯-২০২৩ ০৯:১২

আপডেট: ০৩-০৯-২০২৩ ১০:৪৮

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল ও সেচ পাম্পগুলোতে পানি উঠছে না। ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ ও গৃহস্থালী কর্মকাণ্ড। গভীর নলকূপের জন্য আবেদন করেও মিলছে না কোন সমাধান। এদিকে, নতুন করে বেশ কিছু গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের এই মসজিদের গভীর নলকূপ থেকে পানি নিতে প্রতিদিন এমন ভিড় করেন এলাকার মানুষ। কারণ এই এলাকার কোন বাড়িতে টিউবওয়েলে পানি উঠে না। 

শুধু জয়পুর নয় জেলার আমদহ, তারানগর, আশরাফপুর, শালিকা, বিশ্বনাথপুরসহ অনেক গ্রামেই অগভীর নলকূপ থেকে পানি মিলছে না। ৫০০ থেকে ৫৫০ ফুট গভীর পাইপ বসানোর পরেও পানি উঠছে না। এই সংকট দিন দিন বাড়ছে।

মাঠের কৃষকরাও ভুগছেন একই সমস্যায়। অধিকাংশ স্যালোইঞ্জিন চালিত সেচপাম্পে উঠছে না পানি। ফলে আবাদ করা নিয়ে চিন্তিত তারা। 

জেলার বিভিন্ন এলাকায় নতুন করে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন।

 

 

AR/shimul