নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ১৫

প্রকাশিত: ০৩-০৯-২০২৩ ০০:২৬

আপডেট: ০৩-০৯-২০২৩ ০৯:১৯

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন বৈঠকের সময় গ্রেফতার জেলা জামায়াতের আমির মমিনুল হক-সহ ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জের কাঞ্চন এলাকার একটি মসজিদের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২রা আগস্ট) বিকেলে তাদের আদালতে তোলা হয়। এসময় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। এছাড়া আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, পুলিশ অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে। 

 

Prottay/Bodiar