বাউফলে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ০৩-০৯-২০২৩ ০০:১৩

আপডেট: ০৩-০৯-২০২৩ ০৯:২০

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আল আমিন মৃধা (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। 

শনিবার (দোসরা সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আল আমিন আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাদবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শানু মৃধার ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশ রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ শানু মৃধা ও সাবেক সেনা সদস্য মোতালেব মৃধার পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। আল আমিন সন্ধ্যায় মিলঘর থেকে বাড়ি ফেরার পথে তার চাচতো ভাই মামুন, জাহিদ, আসাদুল, শাকিল, মতলেব, জাফরসহ বেশ কয়েকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

 

Kaniz/Bodiar