পাহাড়ে তিন বনকর্মীকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ২২:৫৮

আপডেট: ০২-০৯-২০২৩ ২২:৫৮

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে তিন বনকর্মীকে অপহরণের পর ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের নেচারপার্ক থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- মোহাম্মদ শাকের, আবদুর রহমান ও আবদুর রহিম টেকনাফের দমদমিয়া এলাকার বাসিন্দা। তারা তিনজনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে থাকা বন পাহারাদার। 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার জানান, শুক্রবার সকাল থেকে জাদিমোড়া ন্যাচার পার্কে তিন বন পাহারাদার দায়িত্ব পালন করছিলেন। দুপুরে দায়িত্ব শেষে অফিসে ফেরার কথা ছিল তাদের। কিন্তু ফিরে না আসায় সন্দেহ করা হয় তারা অপহরণ হয়েছে। তাদের খুঁজতে দিনে ও রাতে পাহাড়ে অভিযান চালানো হয়। পরে অপহৃতদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৬০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর সৈয়দ জানান, পুলিশ, র‌্যাব ও বন বিভাগ যৌথ ভাবে অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। 

rocky/sat