বেনাপোলে পরিত্যক্ত ঘর থেকে ১৮ ককটেল উদ্ধার

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ২২:৫৫

আপডেট: ০২-০৯-২০২৩ ২২:৫৫

বেনাপোল সংবাদদাতা: বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

আজ (শনিবার) বিকেলে যশোর র‌্যাব দুই বালতি ভর্তি ১৮টি ককটেল উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। 

যশোর র‌্যাব কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল সরদারের পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে দুটি বালতিতে থাকা ১৮ টি ককটেল উদ্ধার করা হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, উদ্ধারকৃত ককটেল থানায় জমা রয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।

Nishat/sat