মাগুরা সংবাদদাতা: মাগুরার মহম্মদপুরে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির দেড়‘শ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত প্রায় ১২‘শ জনের নামে মামলা করেছে পুলিশ।
আজ শনিবার (দোসরা সেপ্টেম্বর) মহম্মদপুর থানার এস আই বাদশা বাদী হয়ে এ মামলা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, মহম্মদপুর থানা পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। মহম্মদপুর থানার এস আই বাদশা বাদী হয়ে মহম্মদপুর থানায় এই মামালা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।
এরআগে গতকাল শুক্রবার বিকালে মাগুরার মহম্মদপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া পুলিশসহ প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়।
Kaniz/sat