তিন ফসলি জমিতে আর স্থাপনা নয়: ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ২১:২৭

আপডেট: ০২-০৯-২০২৩ ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক: দেশের আর কোন তিন ফসলি জমিতে স্থাপনা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

শনিবার ঢাকা চেম্বার মিলনায়তনে টেকসই নগরায়ন নিয়ে এক আলোচনা সভায় মন্ত্রী একথা জানান। 

সরকার সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানান তিনি।

এসময় ভূমিমন্ত্রী বলেন, সিটি জরিপসহ সারাদেশের জমি নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। তবে ডিজিটাল সার্ভে ব্যবস্থা পুরোপুরি চালু হলে এই সমস্যা আর থাকবে না।

EHM/sat