সংসদ অধিবেশন বসছে কাল

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ২১:২২

আপডেট: ০২-০৯-২০২৩ ২১:২২

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে আগামী রোববার। (৩ই সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক। 

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯শে জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামী ১লা নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে। 

এদিকে, একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনকে কেন্দ্র করে আজ শনিবার (২ই সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় যান চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ।

Sanjida/sat