পটুয়াখালীতে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ২১:১৩

আপডেট: ০২-০৯-২০২৩ ২১:১৩

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২'শ জনকে আসামি করে মামলা হয়েছে। 

আজ শনিবার দোসরা সেপ্টেম্বর দুপুরে দশমিনা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল শুক্রবার দিনগত রাতে দশমিনা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদি হয়ে মামলা করেন। এ মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

এরআগে শুক্রবার দুপুুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ বিএনপির বেশ কয়েকজন আহত হয়।

Kaniz/sat