ঠাকুরগাঁও সংবাদদাতা: বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সবার আগে কৃষকদের চায়ের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
আজ (শনিবার) দুপুরে পঞ্চগড় সরকারী অডিটরিয়ামে দেশের তৃতীয় ও একমাত্র অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এই নিলাম কেন্দ্র শুধু অনলাইন ভিত্তিক থাকবেনা। আগামীতে এটিকে চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের মত অফলাইনও চালু করা হবে। নীল চাষীদের মত চা চাষীরাও যেন শোষণের শিকার না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার অনুরোধ জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক রবিউল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়ার সচিব তপন কান্তি ঘোষ, পঞ্চগড় ১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, রেলপথমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজনসহ আরো অনেকে।
সভা শেষে অনলাইনের নিলাম বাজার অনুষ্ঠিত হয়। নিলামে ১৬ জন বিডার অংশগ্রহন করেন। এসময় সুপ্রিম টি কারাখানার ২০০ কেজি তৈরি চা নিলামে তোলা হলে চৌধুরী ট্রেডার্স নামে একটি বিডার প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫৪৩ টাকা কেজি দরে ক্রয় করেন।
Nishat/sat