'ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে'

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১৯:৪৩

আপডেট: ০২-০৯-২০২৩ ২১:৪১

নিজস্ব প্রতিবেদক: লুটপাট করতেই সরকার বড় বড় প্রকল্পের নামে উন্নয়ন দেখাতে চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন আমির খসরু।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। জনগণকে ভোটের বাইরে রেখে ভোট চুরির কোন সুযোগ এবার আর দেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন বিএনপির এই নেতা।

Piash/sat