দিনাজপুরে ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

প্রকাশিত: ০২-০৯-২০২৩ ১৮:৫২

আপডেট: ০২-০৯-২০২৩ ১৮:৫২

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরে ট্রাকের চাপায় একরামুল হক (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নেপালের ২ ছাত্র।

আজ (শনিবার) দুপুরে দিনাজপুর-দশমাইল সড়কের বাঁশেরহাট এলাকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অদুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক একরামুল হক দিনাজপুর পৌরসভার রামনগর গোবরাপাড়া এলাকার নেজাম উদ্দীনের ছেলে। আহত দু’জন ছাত্র হাবিপ্রবি’র কৃষি অনুষদের ১৭ তম ব্যাচের ছাত্র মকবুল হোসেন (২৫) ও একই অনুষদের ২১ ব্যাচের ছাত্র কপিল গাসি (২২)। এই দুই ছাত্রই নেপাল থেকে এসে এই বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করছেন। 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ হোসেন জানান, দুপুরে দিনাজপুর শহর থেকে বিশ^বিদ্যালয়ে আসার সময় একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক একরামুল হক। গুরুতর আহত অবস্থায় ২ শিক্ষার্থীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Nishat/sat